রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

বান্দরবানে পুরবী-পুর্বানী বাস সিণ্ডিকেটে যাত্রীদের জিম্মির অভিযোগ

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::

বান্দরবানে পুরবী-পুর্বানী বাস সিণ্ডিকেটে জিম্মি যাত্রীরা। এমনি অভিযোগ উঠে মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা পৌনে ১ টায় বিআরটিসি এসি বাস সার্ভিসে করে বান্দরবান থেকে চট্টগ্রামগামী বেশ কিছু যাত্রীর।

তারা বলেন, পৌনে ১ টায় চট্টগ্রাম গামী বিআরটিসি এসি বাস সার্ভিস করে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে টিকেট সংগ্রহ করে নিদিষ্ট আসনে বসি। বাস ছাড়ার ঠিক আগ মুহূর্তে কিছু লোক গাড়িটির গতিরোধ করে এক পর্যায়ে ঐ বাসের সকল যাত্রীকে নেমে যেতে বাধ্য করে এবং বাস কর্তৃপক্ষ টিকেটের মুল্য আমাদের ফেরত দেন। পরে জানতে পারি স্থানীয় বাস মালিক ও বিআরটিসি সার্ভিসের শিডিউল সমস্যার কারনে আমাদের এই বিড়ম্বনার শিকার হতে হয়। যাত্রীরা এক প্রকার ক্ষোভ প্রকাশ করে বলেন দেশে আইন আছে প্রশাসন আছে তা না মেনে আমরা সাধারণ জনগণকে বলীর পাঠা (জিম্মি) বানিয়ে তাদের সমস্যা সমাধান করবে এটা কোন ধরনের নিয়ম।

এই প্রেক্ষিতে সরজমিনে দেখা যায়, পুরবী-পুর্বানী বাস কাউন্টার গুলোতে টিকেট সংগ্রহের জন্যে উপচে পড়া ভিড় কিন্তু টিকেট বিক্রি হচ্ছে না।

বাস মালিক সমিতির সাঃ সম্পাদক ঝুন্টু বাবু জানান, বিআরটিসি বাস সার্ভিসের শিডিউল নিয়ে স্থানীয় বাস সার্ভিস কর্তৃপক্ষের সাথে এ সমস্যা সৃষ্টি হয়। যার করনে সাময়িক ভাবে বান্দরবানে সকল বাস সার্ভিস বন্ধ রয়েছে। তবে আলোচনা সাপেক্ষে পুনরায় বাস সার্ভিস স্বাভাবিক হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com