রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::
বান্দরবানে সুগন্ধা জুয়েলার্সের মালিক কর্তৃক পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে। হামলার শিকার ব্যক্তির নাম সঞ্জয় ধর (৪০), পিতা কাজল ধর সে বান্দরবান সদরস্থ বান্দরবান প্যাথলজির ২য় তলায় স্বর্ণ কারখানার স্বর্ণ কারিগর।
সঞ্জয় ধর জানান, গত সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সুগন্ধা জুয়েলার্সের মালিক লিটন ধর পিতা- কালিপদ ধর কারখানায় এসে উপস্থিত সুজন দাশ পিতা- মৃত অনাথ বন্ধু দাশ, আনন্দ, সহ আরো কয়েকজনের সামনে অশালীন ভাষায় গালাগাল এবং বাটাম (গাছের টুকরো) দিয়ে মারধর শুরু করে রক্তাক্ত করেন।ঐ রক্তাক্ত অবস্থায় কোনভাবে জীবিত পালিয়ে বান্দরবান সদর থানার শরণাপন্ন হই। পুলিশি পরামর্শে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি হই। পরে ডাক্তারি পরামর্শে পরীক্ষা করে জানতে পারি হাতের বিভিন্ন অংশের হাড় ভেঙ্গে গেছে। এ নিয়ে থানায় কোন প্রকার অভিযোগ না জানাতে বিভিন্ন মহল থেকে হুমকি প্রদান করা হচ্ছে।
প্রত্যক্ষ্যদর্শী সুজন দাশ জানান, এ হামলা লিটন ধরের নতুন নয় এর পূর্বেও কয়েকজন এবং আমাকেও মেরেছিল, হুমকি দিয়েছিল মেরে ফেল্লেও বান্দরবানের কেউ তার কিছুই করতে পারবে না তাই প্রাণনাশের ভয়ে কাউকে বলিনি।
এ বিষয়ে সুগন্ধা জুয়েলার্সের মালিক লিটন ধরের নিকট জানতে চাইলে তিনি জানান, পাওনা আদায় করতে গিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে এ মারামারির ঘটনা ঘটে।
প্রসঙ্গত, সর্বশেষ তথ্য অনুযায়ী হামলার শিকার সঞ্জয় ধর (৪০) বান্দরবান সদর হাসপাতালের ৩২নং বেডে চিকিৎসাধীন আছেন।