শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::
বান্দরবান সদর উপজেলার, জামছড়ি বাজারে একজন কে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা।
শনিবার (১০ অক্টোবর) আনুমানিক সন্ধ্যা ৬ টায় বাচমং মারমা (৩৬) নিজ দোকানে বসে থাকা অবস্থায় সন্ত্রাসীরা অতর্কিতভাবে এসে তাকে গুলি করে হত্যা করে।
স্থানীয়রা জানান, একদল সশস্ত্র সন্ত্রাসী জামছড়ি বাজারে তার দোকানে গুলি করে হত্যা করে। এ ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়েছে। নিহত ব্যক্তি বাজারে পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন এবং আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির বাঘমারা শাখার নেতা ছিলেন। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।