শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানের থানচি এলাকায় একটি পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩জন শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে অন্তত আরো ৫ শ্রমিক।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে থানচি বাজার হতে মালামাল বোঝাই করে লিক্ষি সড়কের ৩ কিলোমিটার স্থানে পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ গাড়িটি গভীর খাদে পড়ে যায়। এসময় গাড়ীতে থাকা বেশিরভাগ শ্রমিক আহত হলেও ৩জন ঘটনাস্থলে নিহত হয়।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ৩ জন ও আহত ৫ জনকে উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্স এ আনা হয়েছে, আহতদের প্রাথমিক চিকিসা দেয়া হচ্ছে।