মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥
গতকাল মঙ্গলবার সকাল থেকেই জেলা সদরের বিভিন্ন স্থানে বিজিবির টহল দলের উপস্থিতির দেখা মিলছে। বিভিন্ন দলে ভাগ হয়ে বিজিবির টহল দল বান্দরবানের বিভিন্ন স্থানে টহল কার্যক্রম পরিচালনা করছে।
বান্দরবান এসপি মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানান, নির্বাচনকে ঘিরে বান্দরবানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশের পাশাপাশি, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা যে কোনো ধরনের নির্বাচনী সংঘাত ও সহিংসতা রোধে ব্যবস্থা নেবে। বান্দরবানে এবার ১ হাজার ৩শত ৪৬ জন পুলিশ সদস্য জেলার নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে।