বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি: রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিরাপদ সড়কের দাবিতে সারাদেশের ন্যায় বান্দরবানেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করেছে।
আজ সকাল ১১টার সময় বান্দরবানের কয়েকটি বিদ্যালয়ের ছাত্ররা প্রথমে বান্দরবান প্রেস ক্লাবের সামনে জমায়েত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে বান্দরবানের বাজারসহ শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। সারাদেশের মত বান্দরবানেও লাইসেন্স ও ফিটনেস বিহীন গাড়ি চলাচল বন্ধ রাখতে সরকারের কাছে দাবী জানাই।