মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::
বান্দরবান পার্বত্য জেলা বান্দরবান সদর থানার চাঞ্চল্যকর মহিলা পর্যটক ধর্ষণ ঘটনার মামলার এজাহার নামীয় প্রধান আসামী মোঃ রাসেল ড্রাইভার(২৬)’কে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে বান্দরবান সদর থানা পুলিশ।
গত ১০ মার্চ রাত ৮টা থেকে ১১ মার্চ দুপুর ২টা পর্যন্ত বান্দরবান জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব ইয়াছির আরাফাত মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এসআই (নিঃ)/ দুর্জয় বিশ্বাস, এসআই (নিঃ)/ প্রনব কান্তি দাশ এবং অত্র মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ)/ মোঃ মারুফুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা ও কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর পর্যটক ধর্ষণ মামলার মূল অভিযুক্ত আসামী মোঃ রাসেল ড্রাইভার(২৬), পিতা- মৃত সোনা মিয়া, মাতা- জাহানারা বেগম, স্থায়ী সাং- পশ্চিম নলুয়া (তালতল তক্তার মসজিদের পিছনে বাইট্টায়ার বাড়ি), থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম, বর্তমান সাং- মেঘলা তালুকদার পাড়া, ০১নং ওয়ার্ড, ০৩নং বান্দরবান সদর ইউপি, থানা ও জেলা- বান্দরবানকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ২৬ মার্চ দিবাগত রাত ১ টার সময় বান্দরবান জেলার মেঘলা পর্যটন মোটেলে বান্দরবান ঘুরতে আসা মহিলা পর্যটকের সাথে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনা মূল অভিযুক্ত আসামী মোঃ রাসেল ঘটনার পর হতে পলাতক ছিল। উক্ত ধর্ষককে বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করে অবশেষে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে অত্র ধর্ষণের ঘটনার সত্যতা সম্পর্কে প্রাথমিকভাবে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে যথাযথ নিয়মে সোপর্দ করা হচ্ছে।