বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান থেকে॥ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বান্দরবানে দু:স্থদের মাঝে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে বান্দরবান পৌরসভার আয়োজনে বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে ভিজিএফের এই চাউল বিতরণ করা হয়।
বান্দরবান পৌরসভার দু:স্থ প্রতি পরিবারকে ২০ কেজি করে মোট ১০ হাজার ৫০০ পরিবারের মধ্যে এসব চাউল বিতরণ করা হয়। এসময় বিভিন্ন দু:স্থ পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে এসব চাউল গ্রহণ করেন।
ভিজিএফের চাউল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু:স্থদের মধ্যে এই চাউল বিতরণ করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন প্রিন্স, ত্রাণ ও বাস্তবায়ন কর্মকতা মোহাম্মদ আলমগীর, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাচপ্রুসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।