শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামন্ডপে অনুদানের চেক বিতরণ

বশির আহমেদ,বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে সনাতনী ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজামন্ডপের জন্য অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহষ্পতিবার (২২ অক্টোবর) সকালে পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে পার্বত্যমন্ত্রীর বাসভবনে বীর বাহাদুর উশৈসিং এমপি এসব চেক বিতরণ করেন।

এসময় বান্দরবান জেলার ৭টি উপজেলায় মোট ২৯টি পূজা মন্ডপের জন্য সর্বমোট ২ লক্ষ ৮২ হাজার টাকার চেক এবং গরীব ও অসহায় জনসাধারণের মাঝে বস্ত্র বিতরণের জন্য প্রতি পূজামন্ডপকে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান সরকারের আমলে সকল ধর্মাবলম্বীদের উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপন করা সম্ভব হচ্ছে। মহামারী করোনা ভাইরাসের কারণে এই সময়টা আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং নিজ নিজ দূরত্বে অবস্থান করে এবারের পূজা উদযাপন করতে হবে।

উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য ফাতেমা পারুল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি লক্ষীপদ দাশ, সাধারণ সম্পাদক সৌরভ দাশ শেখর,

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com