শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

বান্দরবানে ডিজিটাল সিটিজেনশীপ বিষয়ক সেমিনার

বান্দরবান প্রতিনিধিঃঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের আইন-কানুনসহ তথ্য ও যোগাযোগ-প্রযুক্তির বিভিন্ন বিষয় সম্পর্কে তরুণদের সচেতন করার লক্ষ্যে বান্দরবানে ‘ডিজিটাল সিটিজেনশীপ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ  শনিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে অনলাইন পোর্টাল ‘খোলা চোখ ডটকম’-এর উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। বক্তব্য রাখেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আবছার, খোলা চোখ ডটকম-এর সম্পাদক ফরিদুল আলম সুমন ও মিনারুল হক।

দিনব্যাপী সেমিনারটিতে বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।সেমিনারে বক্তারা বলেন, সামাজি যোগাযোগ মাধ্যমসহ প্রযুক্তির অপব্যবহাররোধে সচেতনতা প্রয়োজন। বিশেষ করে তরুণদের ডিজিটাল নিরাপত্তার ব্যাপারে দক্ষ হয়ে উঠতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com