বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥
বান্দরবানের রুমা উপজেলায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রুমা উপজেলার থানাপাড়া এলাকায় মালবোঝাই একটি ট্রাক পেছন থেকে ওই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়।
বুধবার সন্ধ্যায় উপজেলার থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহীন আলম (২৫) রুমা উপজেলার আবু তালেবের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রুমা উপজেলার থানাপাড়া এলাকায় মালবোঝাই একটি ট্রাক পেছন থেকে এক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় যুবককে উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নেওয়ার পর শাহীনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী জানান, বগালেক সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত ট্রাকের চাপায় আহত যুবক হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। মামলার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।