শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বৈরী আবহাওয়ার কারণে গত কয়েকদিন ধরে থেমে থেমে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে বান্দরবানসহ দেশের পার্বত্য অঞ্চলে। বৃষ্টির সঙ্গে বইছে প্রবল বাতাস।
প্রশাসন জানিয়েছে, বান্দরবানে সদরসহ সাত উপজেলায় ২২০টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত হয়েছে। তারমধ্যে বান্দরবান সদর উপজেলায় ৪৬টি, রুমা উপজেলায় ২৮টি, রোয়াংছড়ি উপজেলায় ১৯টি, থানচি উপজেলায় ১৫টি, লামা উপজেলায় ৫৫টি, আলীকদম উপজেলায় ১৫টি এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৪২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেই সাথে যেকোন দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুদ রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
ভোর সকাল থেকে কখনো থেমে আবার অতিভারী বৃষ্টিপাতের কারণে কিছু কিছু নিমাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে। কোথাও পাহাড় ধসে বাড়িঘরে মাটি ঢুকে পড়েছে। ফলে যারা ঝুকিঁপূর্ণ স্থানে পাহাড়ে বসবাস করছে সেসব লোকজনের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
সাঙ্গু মাতামুহুরী নদীর পানি বেড়ে গেছে অনেক। বন্যায় আক্রান্ত হওয়ার আতঙ্ক এখন নিম্নাঞ্চল, নদীর তীরবর্তী মানুষজনের মনে। এছাড়া লাগাতার বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কায় ভুগছেন পাদদেশে বসবাসকারীরা।
বান্দরবান সদর উপজেলার কালাঘাটা, কাসেমপাড়া, ইসলামপুর, হাফেজঘোনা, বাসস্টেশন এলাকা, স্টেডিয়াম এলাকাসহ সাত উপজেলার বিভিন্নস্থানে পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে অপরিকল্পিতভাবে বসতি গড়ে তুলেছে কয়েক হাজার পরিবার। আর টানা বৃষ্টির কারণে এই পরিবারগুলো এখন চরম ঝুঁকিতে রয়েছে। থেমে থেমে ভারী বৃষ্টির কারণে জনজীবন থমকে গেছে আর কাজ ছাড়া স্থানীয়রা ঘরের বাইরে যাচ্ছেন না, সড়ক ও নদীপথে যাত্রীর পরিমাণ কমে গেছে অনেকটা।
আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বান্দরবানে ১৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই বছরে বান্দরবানে সর্বোচ্চ বৃষ্টিপাত। অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে থেমে থেমে ভারী বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরত জনসাধারণকে নিরাপদে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি দুর্যোগ থেকে স্থানীয় বাসিন্দাদের রক্ষা করতে আশ্রয়কেন্দ্র প্রস্তুত, নিয়ন্ত্রণ কক্ষ খোলা, মেডিকেল টিম গঠনসহ দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি গ্রহণের পাশাপাশি বান্দরবান জেলার ৭টি উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারা।
জেলা প্রশাসনের তথ্যমতে, বান্দরবান সদরে ৪৬টি, রুমা উপজেলায় ২৮টি, রোয়াংছড়ি উপজেলায় ১৯টি, থানচি উপজেলায় ১৫টি, লামা উপজেলায় ৫৫টি, আলীকদম উপজেলায় ১৫টি এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৪২টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত করে রাখা হয়েছে।
বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, দুর্যোগ মোকাবিলায় বান্দরবানের ৭ উপজেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত, নিয়ন্ত্রণ কক্ষ খোলা, মেডিকেল টিম গঠন, জরুরি বিদ্যুতের ব্যবস্থা, বিকল্প নৌকার ব্যবস্থাসহ বিভিন্ন কর্ম সম্পাদন করা হয়েছে এবং দুর্যোগের এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা যাতে দ্রব্যমূল্যের দাম বাড়াতে না পারে সেজন্য সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে।