মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

বান্দরবানে টাকার বিনিময়ে কনস্টেবল পদে চাকরি, আটক ১

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::

সাত লাখ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখানোর অভিযোগে বান্দরবানে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার নাম মোঃ মারুফ (৩০)। তিনি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে গত কয়েকদিন থেকে কনস্টেবল পদে নিয়োগ দেওয়ার নামে প্রলোভন দেখিয়ে আসছিল।

পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানিয়েছেন, অভিযোগ আসার পর মারুফ নামের ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গেছে, মোঃ মারুফ টিএসপি সার পুলিশ সদস্য পরিচয় দিয়ে গত কয়েকদিন থেকে বান্দরবানের লামা, রোয়াংছড়িসহ বিভিন্ন জায়গায় কনস্টেবল প্রার্থীদের কাছে নানাভাবে প্রলোভন দেখিয়ে আসছিল। সাত লাখ টাকায় কনস্টেবল পদে নিয়োগ দেয়ার প্রলোভন দিয়ে আসছিল ওই ব্যক্তি।

তবে কনস্টেবল পদে অনিয়ম ঠেকাতে বান্দরবান পুলিশ কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো প্রচারণায় পুলিশ সুপার জানান প্রতারকদের বিষয়ে আমরা গোয়েন্দা নজরদারী বাড়িয়েছি।

তিনি বলেন, পুলিশ নিয়োগে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।

উল্লেখ্য, বান্দরবানে পুরুষ ও মহিলা কনস্টেবল পদে মোট ৫০ জনকে নিয়োগ দিতে সোমবার পুলিশ লাইনে পরীক্ষা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com