সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::
বান্দরবানে বিভিন্ন মামলায় জব্দ কৃত মাদক দ্রব্য বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ধ্বংস করা হয়।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমানের উপস্থিতিতে বেশ কয়েকটি মামলায় বিভিন্ন সময়ে জব্দকৃত আলামত ২০ হাজার ৫৩০ পিস ইয়াবা, ১০ লিটার দেশীয় চোলাই মদ ও সরঞ্জাম যার আনুমানিক মুল্য ৫০,০০,০০০ (পঞ্চাশ লক্ষ) টাকা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ও ভারপ্রাপ্ত মালাখানা ম্যাজিস্ট্রেট বান্দরবান পার্বত্য জেলা, জনাব মুজাহিদুর রহমান , কোর্ট পুলিশ পরিদর্শক জনাব বিকাশ চন্দ্র চৌধুরী, ইনচার্জ মালাখানা এসআই মোঃ গিয়াস উদ্দিন ভুঁইয়া বান্দরবান পার্বত্য জেলা প্রমুখ।