সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

বান্দরবানে ছেলেধরা ও মাথাকাটা গুজব জনসচেতনতা সপ্তাহ অনুষ্ঠিত

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::

বান্দরবানে ছেলেধরা ও মাথাকাটা গুজব সংত্রুান্ত জনসচেতনতা সপ্তাহ উপড়ক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বান্দরবান জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে সমবেত হয়।

এসময় র‌্যালী ও আলোচনা সভায় পুলিশ সুপার মো: জাকির হোসেন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম, পাবর্ত্য আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ শফিকুর রহমান, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুরসহ রাজতৈনিক, জনপ্রতিনিধি, অভিভাবক সুশীল সমাজের প্রতিনিধিরা র‌্যালীতে অংশ নেন।

পরে স্থানীয় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর এমপি, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এটি একটি গুজব এটির কোন ভিত্তি নেই। যারা এসব গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। যারা পদ্মা সেতু তৈরী হোক এটা চায়না তারাই এমন গুজব ছড়াচ্ছে। দেশব্যাপী ছেলে ধরা সন্দেহে মানুষকে পিটিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা চালাচ্ছে একটি মহল। তাই যারা এধরনের গুজব ছড়াচ্ছে এবং ছেলে ধরা সন্দেহে মানুষকে পিটিয়ে আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এসময় সভায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এধরনের গুজব না ছড়াতে এবং ছেলে ধরা সন্দেহে কাউকে না পিটিয়ে পুলিশে খবর দেয়ার জন্য সবার প্রতি অনুরোধ আহবান জানান সভার আলোচকবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com