মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন

বান্দরবানে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনের সরঞ্জাম

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥

বান্দরবানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

শনিবার সকাল থেকেই উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এ নির্বাচনী সরঞ্জাম সরবরাহ শুরু হয়।

এ সময় বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত থেকে সরঞ্জামাদি গ্রহণ করেন। পরে তারা বিভিন্ন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন।

বান্দরবানের জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, নির্বাচনকে ঘিরে বান্দরবানের সার্বিক পরিস্থিতি ভাল রয়েছে। এখানে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন হয়েছে। জেলার প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ শুরু হয়েছে।

এ আসনে মোট চারজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছে। ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ৩৩টি ইউপি নিয়ে সংসদীয় আসন বান্দরবান।

জেলা নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, এ আসনে মোট ২ লাখ ৪৬ হাজার ১৮৩ ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৮ হাজার ৩২৯ এবং মহিলা ভোটার রয়েছে ১ লাখ ১৭ হাজার ৮৫৪। আর ভোট কেন্দ্র রয়েছে ১৭৬টি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com