মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥
বান্দরবান জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীসহ নানা আয়োজনে বান্দরবানে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
রবিবার রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
সকালে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক (ডিসি) মো. দাউদুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) সঞ্জিত জাকির হোসেন মজুমদার, পৌরসভার মেয়র মো. ইসলাম বেবীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের জনসাধারণ।
বাসস্ট্যান্ড মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং মহান বিজয় দিবসের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সে সময় মার্চপাস্টের সময় সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক।
কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে অংশ নেয় আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ ছাড়াও স্টেডিয়াম মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে আলোকসজ্জা করা হয়েছে বান্দরবানের সরকারি-বেসরকারি অফিস ও বাসভবনে।