শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

বান্দরবানে “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালা

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০২০উপলক্ষ্যে অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা।

এসময় প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, মেডিক্যাল অফিসার ডাঃ আলমগীর, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডাঃ আবদুল হক, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাসুই চিং মারমা, প্রেস ক্লাবের সেক্রেটারী মিনারুল হক, দৈনিক জনতার প্রতিনিধি এম এ হাকিম চৌধুরী, প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা, সময় টিভি প্রতিনিধি এস বাসু দাশ, একুশে টিভির প্রতিনিধি নজরুল ইসলাম টিটু, সিপ্লাস টিভির প্রতিনিধি মিঠুন দাশ’সহ বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মার্মা জানান, ৪ থেকে ১৭অক্টোবরের মধ্যে ৬ থেকে ১১মাসের ৮হাজার ৩শ ৬৮ জন ও ১২ থেকে ৫৯ মাসের ৫৭হাজার ৫শ ৮২ জন শিশুকে এ টিকা খাওয়ানো হবে। এসময় তিনি বলেন , স্বাস্থ্য ঝুঁকি কমাতে শিশুকে ভিটামিন খাওয়ানোর সময়ে স্বাস্থ্যকর্মীকে অবশ্যই মেডিকেল মাস্ক ব্যবহার করতে হবে। কেন্দ্রে অবস্থান- কালে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবরা ঘন ঘন সাবান ও পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে নিতে হবে। সংক্রমণের ভয় থাকলে কোন অভিভাবক স্বাস্থ্যকর্মীর নির্দেশনা মেনে নিজ হাতেই কেন্দ্রে বসে তার শিশুকে ভিটামিন খাওয়াতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com