শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

বান্দরবানে উত্ত্যক্তের দায়ে ২ যুবকের জরিমানা

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে উত্ত্যক্তের দায়ে দুই যুবককে এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নাজমা বিনতে আমিনের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন-তামিম ইকবাল (২৪), রফিকুল ইসলাম (২৫)। স্থানীয় একটি হোটেলে কর্মরত ওই দুই যুবকের বাড়ি কক্সবাজারের ঈদগাহ ইউনিয়নে।

সহকারী কমিশনার (ভূমি) নাজমা বিনতে আমিন বলেন, দুপুরে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় স্কুল ছুটির পর ছাত্রীদের উত্ত্যক্ত করতে গেলে ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় তাদের এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি রোধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com