বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥ বেইলি ব্রিজ ডুবে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে।
সোমবার গভীর রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণের ফলে বান্দরবান-রুমা সড়কের দনিয়ালপাড়া এলাকায় পাহাড় ধসে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদিকে রাঙামাটি-বান্দরবান সড়কের স্বর্ণ মন্দির ওলাকায় বেইলি ব্রিজ ডুবে গিয়ে দুই জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আজ মঙ্গলবার (২৪ জুলাই) সকাল থেকে বান্দরবান-রুমা সড়ক এবং বান্দরবান-রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ আছে। এর আগে ১১ জুন ও ৩ জুলাই প্রবল বর্ষণের কারণে পানিতে বেইলি ব্রিজ ডুবে বান্দরবান-রাঙামাটি সড়ক এবং পাহাড় ধসে বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন বলেন, ‘পাহাড় ধসের কারণে বান্দরবান-রুমা সড়ক এবং বেইলি ব্রিজ ডুবে যাওয়ার কারণে বান্দরবান-রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার খবর শুনেছি। উভয় সড়কেই সংস্কার কাজ চলছে। আগামী শুষ্ক মৌসুমে এর কাজ শেষ হয়ে গেলে এ সমস্যা আর থাকবে না।’