শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

বান্দরবানের পাহাড়ি ঝর্ণায় নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি::

বান্দরবানের পাহাড়ি ঝর্ণায় গোসল করতে গিয়ে নিখোঁজ ঢাকার পর্যটক কাজী জাকারুল ইসলাম কানন (৩০) এর লাশ উদ্ধার করা হয়েছে।
জাকারুল ঢাকার উত্তরার ক্যান্টনমেন্ট এলাকার কাজী জহিরুল ইসলামের ছেলে।

আজ রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে থানছি উপজেলার রেমাক্রী ইউনিয়নের নাফাখুম পাহাড়ি ঝরনা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে শনিবার সকালে জেলার দুর্গম ঐ ঝর্ণায় গোসল করতে গেলে প্রবল স্রোতে এ পর্যটক পানিতে ভেসে যায়। ঘটনার পর উদ্ধারে ওই এলাকায় বিজিবি ও স্থানীয় লোকজন অভিযান চালায়। তবে ঝরনায় প্রবল স্রোত থাকায় উদ্ধার কাজ চালানো যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, ঝরনার যে জায়গাটিতে ঐ পর্যটক স্রোতে ভেসে যায় তার কিছু দুরে সকালে লাশটি ভেসে উঠে।

১৩ জনের একটি গ্রুপের বন্ধুদের সাথে এই পর্যটক শনিবার বান্দরবানের থানছি উপজেলার নাফাখুম ঝর্নায় বেড়াতে গিয়েছিল। গত ২ অক্টোবর ঢাকা থেকে পর্যটকদের এই দলটি বান্দারবানে বেড়াতে আসে। গত কয়েকদিন থেকে সাঙ্গু নদীর অববাহিকায় প্রবল বৃষ্টির কারণে নাফাখুম সহ বান্দরবানের পাহাড়ি ঝরনা গুলো উত্তাল রয়েছে।

থানছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, লাশটি থানছি সদরে নিয়ে আসা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com