শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

বান্দরবানের নাফাখুমে পর্যটক যাতায়াত নিষিদ্ধ

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::

বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম পর্যটন কেন্দ্রে যাতায়াত বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনা এড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) এ সিদ্ধান্তের কথা জানায় উপজেলা প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি নাফাখুমে গোসল করতে গিয়ে ঢাকা থেকে আসা এক পর্যটক মারা যান। এছাড়াও ভারি বর্ষণ, সাঙ্গু নদীর পানি বৃদ্ধি এবং আগামী ১৪ থেকে ১৬ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সফরকে কেন্দ্র করে নাফাখুমে পর্যটক যাতায়াত বন্ধ করা হয়েছে। তবে পর্যটকরা চাইলে থানচির রেমাক্রি ইউনিয়ন পর্যন্ত ভ্রমণ করতে পারবেন বলে নির্দেশনা জারি করেছে থানচি উপজেলা প্রশাসন।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম মৃদুল বলেন, আপাতত নাফাখুম ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে আমরা ফের পর্যটকদের জন্য স্পটটি খুলে দেবো।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর সকালে বন্ধুদের নিয়ে নাফাখুম ঝর্ণায় বেড়াতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যান ঢাকার জাকারুল ইসলাম কানন নামে এক তরুণ। পরে তার মরদেহ উদ্ধার করে বিজিবি ও পুলিশ। গত সাত বছরে থানচি উপজেলার অন্যতম পর্যটন স্পট নাফাখুমে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন অনন্ত ১১ পর্যটক, আহত হয়েছেন কমপক্ষে দুই শতাধিক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com