মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান থেকে॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মাধ্যমে প্রচারণায় মাঠে নামলেন জেলা বিএনপি।
বিকেলে অফিস উদ্বোধনের পর, দোয়া, লিফলেট বিতরণ, মিছিল ও সভা করা হয়। সভায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মো: ওসমান গণি নির্বাচন কমিশনারের প্রতি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহবান জানান।
তিনি বলেন-ভোটের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটের অধিকার রক্ষা করা হবে। সব শ্রেণি পেশার মানুষকে জাতীয়তাবাদী দল ও জাতীয় ঐক্যফ্রন্টের পতাকাতলে এসে ধানের শীষের বিজয়ী করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতা মুজিবুর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম কোম্পানী, সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিন চেয়ারম্যান, মহিলাদল নেত্রী হামিদা চৌধুরী, সম্পাদক মো: ইলিয়াছ, জাফর আলম প্রমুখ।