বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন

বকশীগঞ্জ পৌরসভা মেয়র হলেন বিএনপির বহিষ্কৃত নেতা

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ : আ. লীগের দুই নেতাকে হারিয়ে জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৮ হাজার ৫৪২ ভোট পেয়ে মেয়র পদে জয়ী হয়েছেন সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা মো. ফকরুজ্জামান মতিন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের দুই হেভিওয়েট নেতা। শনিবার (৯ মার্চ) ভোট গণনা শেষে সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার এ ফলাফল ঘোষণা করেন।

জানা গেছে, নারিকেল গাছ প্রতীকের প্রার্থী ফকরুজ্জামান মতিন পেয়েছেন ৮ হাজার ৫৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবাইল প্রতীকের প্রার্থী ইসমাইল হোসেন তালুকদার বাবুল পেয়েছেন ৭ হাজার ৫৪৩ ভোট এবং সাবেক মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক জগ প্রতীকে নজরুল সওদাগর পেয়েছেন ৭ হাজার ৪২০ ভোট। চতুর্থ অবস্থানে থাকা আনোয়ার হোসেন বাহাদুর তালুকদার পেয়েছেন ১ হাজার ৬৯৫ ভোট।

বকশীগঞ্জ পৌরসভায় মোট ভোটার ৩৫ হাজার ৫১৮ জন। ১২টি কেন্দ্রে ৪জন মেয়র প্রার্থী ও ২৬জন কাউন্সিলর প্রার্থী এবং ১০জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com