রবিবার, ২০ Jul ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

বিশ্ব যুব উৎসব অ্যাসেম্বলি নিয়ে অনলাইন ইনফো সেশন অনুষ্ঠিত হবে বুধবার

স্টাফ রিপোর্টার ।

বিশ্ব যুব উৎসব (World Youth Festival – WYF) ২০২৫-এ অংশগ্রহণে আগ্রহী বাংলাদেশি তরুণদের জন্য একটি বিশেষ অনলাইন তথ্যসেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বুধবার, ২ জুলাই ২০২৫, রাত ৮টায় (বাংলাদেশ সময়)

বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইয়ুথ ফাউন্ডেশন (BIYF) এবং ন্যাশনাল প্রিপারেটরি কমিটি (NPC) বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় অংশ নেবেন রাশিয়ার বিশ্ব যুব উৎসব ডিরেক্টরেটের প্রতিনিধিরা, যারা সরাসরি আবেদন প্রক্রিয়া, সুযোগ-সুবিধা এবং নির্বাচনের ধাপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

অনলাইন মিটিংটি অনুষ্ঠিত হবে গুগল মিট প্ল্যাটফর্মে, যার লিংক আগে থেকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অংশগ্রহণকারীদের জানিয়ে দেওয়া হবে। ইচ্ছুক তরুণদের এই গ্রুপে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি ফুলি-ফান্ডেড আন্তর্জাতিক সুযোগ, যেখানে নির্বাচিত প্রতিনিধিরা ২০২৫ সালে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব সম্মেলনে অংশগ্রহণ করবেন রাশিয়ায়।

উল্লেখ্য, বিশ্ব যুব উৎসব অ্যাসেম্বলি তরুণদের আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব, সংলাপ এবং সংস্কৃতি বিনিময়ের এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে থাকে।

এইচএমএস/

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com