শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

সারাদেশে চাঁদাবাজি ও হত্যার প্রতিবাদে মশাল মিছিল, প্রতিরোধের আহ্বান

জয়পুরহাট প্রতিনিধি ॥
পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দেশজুড়ে চাঁদাবাজির ঘটনার বিরুদ্ধে জয়পুরহাটে এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলা্ই) রাত ১১টার দিকে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ জয়পুরহাট জেলা শাখা এই মশাল মিছিলের আয়োজন করে।

শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হাসিবুল ইসলাম সানজিদ, ‘দ্যা রেড জুলাই’-এর আহ্বায়ক নিয়ামুর রহমান নিবিড়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফাহিম ফয়সাল রাফি এবং যুগ্ম সদস্য সচিব মুকিদুর রহমান শাফিসহ অন্যান্য ছাত্রনেতা ও কর্মী।

এ সময় ছাত্রনেতারা অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা সারাদেশে নৈরাজ্য ও চাঁদাবাজি চালাচ্ছে। এসবের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে লোমহর্ষক ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা শাখার নেতৃবৃন্দরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল বের করে শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে এসে শেষ করেন।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হাসিবুল ইসলাম সানজিদ, দ্যা রেড জুলাইয়ের আহবায়ক নিয়ামুর রহমান নিবিড়,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফাহিম ফয়সাল রাফি, যুগ্ম সদস্য সচিব মুকিদুর রহমান শাফিসহ অন্যান্য ছাত্ররা।

এ সময় একটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা সারাদেশে যে নৈরাজ্য ও চাঁদাবাজি করছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের আহ্বান জানান ছাত্র নেতারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com