মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
বিনোদন প্রতিবেদক : তাসনিয়া ফারিণ ঢাকা থেকে গ্রামে এসেছেন বান্ধবীর বিয়েতে । সেই বিয়ে বাড়িতে বান্ধবীর ভাই ইয়াশ রোহানের সঙ্গে তার খুনশুটি শুরু হয় । মনে মনে বোকাসোকা ইয়াশ তাকে পছন্দও করেন । কিন্তু সুন্দরী ফারিণ কি তাকে ভালোবাসেন নাকি শুধু পছন্দ করেন? বিয়ের শেষে ফারিণ ঢাকায় ফিরে আসেন । এরপর বিয়ে বাড়ির গল্প অন্যদিকে মোড় নেয় ।
‘আহারে মন’ শিরোনামের নাটকে এমনই এক গল্পে দেখা যাবে ইয়াশ রোহান ও তাসনিয়া ফারিণ । এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন । অপূর্ণ রুবেলের রচনায় নাটকটির গল্প ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত । রঙ্গন এন্টারটেইনমেন্ট চ্যানেলে এটি শিগগির প্রচার হবে ।
নির্মাতা বলেন, ‘এরই মধ্যে নাটকটির জন্য অনেকে প্রশংসা করেছন । সুন্দর সুন্দর কমেন্টস পাচ্ছি । ফারিণ ও ইয়াশ দারুণ অভিনয় করেছেন । বিনোদনের সব রকম উপকরণ নাটকটিতে আছে ।