বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজ আদায়

মো. সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি ।।
ফরিদপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছে ধর্ম প্রাণ মুসল্লীরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শহরের চানমারির ‌কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈমান কল্যাণ ফাউন্ডেশন ও বৃহত্তর ফরিদপুর কওমি ওলামা পরিষদের উদ্যোগে এ নামাজ আদায় করা হয়।

উল্লেখ্য ‌বেশ কয়েকদিন যাবত ফরিদপুর জেলায় তীব্রতাপ দাহে অতিষ্ঠ জনজীবন। কোনভাবেই কমছে না তাপমাত্রা । আর তা থেকে মুক্তি পেতে ‌এবং বৃষ্টির প্রত্যাশায় উক্ত নামাজের আয়োজন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, ইমাম কল্যাণ ফাউন্ডেশনের ‌সাধারণ সম্পাদক হযরত মুহাম্মদ ইসমাইল, সহ-সভাপতি মো. আব্দুল কাইয়ুম কাসেমী, অর্থ সম্পাদক মৌলানা কবির আহমেদ। বিশিষ্ট শিক্ষাবিদ ‌ অধ্যাপক এম এ সামাদ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ‌জামিয়া আরাবিয়া শামসুল আলম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মো. কামরুজ্জামান।

এরপর ‌ দুই রাকাত নামাজ, খুতবা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com