বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন

প্রভাস-দীপিকার মুক্তির আগেই সিনেমার টিকিট বিক্রির হিড়িক

প্রতিনিধি : ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবি ঘিরে ভক্তদের উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে যেন। আর এর প্রতিফলন এখনই বক্স অফিসে ধরা পড়েছে । মুক্তির আগেই এই ছবির অগ্রিম টিকিট কাটার জন্য ভিড় করছেন সিনেমাপ্রেমীরা ।

১০ জুন মুক্তি পাবে প্রভাসের সায়েন্স ফিকশনধর্মী ছবি ‘কল্কি ২৮৯৮এডি’ ছবির ট্রেলার । কিন্তু ট্রেলার মুক্তির আগেই ছবিটিকে ঘিরে সকলের উন্মাদনা চোখে পড়ার মতো । মার্কিন মুলুকে এই ছবির অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে । নাগ অশ্বিন পরিচালিত এই ছবিটি আমেরিকার মাত্র কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাবে । কিন্তু এখনই ছবিটি দারুণ সাড়া ফেলেছে ।

ই-টাইমসের এক রিপোর্ট অনুযায়ী মার্কিন মুলুকে মাত্র ২৪ ঘণ্টায় ‘কল্কি’ ছবির ১ দশমিক ১ কোটির অগ্রিম বুকিং হয়ে গেছে। প্রভাস-দীপিকা এই জুটির ছবির ৪ হাজার ২০০ টিকিট এখনই বিক্রি হয়েছে । ‘কল্কি’ ছবির অগ্রিম বুকিংয়ের জন্য মাত্র ১১৬টি প্রেক্ষাগৃহের বুকিং কাউন্টার খোলা হয়েছে । এখন থেকেই এই ছবিটি ঘিরে মানুষের উন্মাদনা দেখে খুশি নির্মাতারা ।

‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে প্রভাস, দীপিকা ছাড়া বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকে দেখা যাবে । বিগ বি এই ছবিতে পৌরাণিক চরিত্র অশ্বথামার ভূমিকায় অভিনয় করতে চলেছেন । গত শুক্রবার নির্মাতারা ছবিতে অমিতাভ বচ্চনের ‘অশ্বথামা’বেশী লুক প্রকাশ্যে এনেছেন ।

অন্তর্জালে তাঁর এই লুক সবাই দারুণ পছন্দ করছেন । জানা গেছে, সায়েন্স ফিকশনধর্মী এই ছবির বাজেট ৬০০ কোটির মতো। প্রভাস আর দীপিকাকে ‘কল্কি’ ছবিতে প্রথম রোমান্স করতে দেখা যাবে । এই প্যান ইন্ডিয়া ছবিটি হিন্দি, তামিল, তেলেগুসহ আরও নানান ভাষায় মুক্তি পাবে । ২৭ জুন ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কল্কি’। আর ইউএসএর প্রেক্ষাগৃহে ২৬ জুন আসতে চলেছে এই ছবি ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com