বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
এন.আই.মিলন, বীরগঞ্জ প্রতিনিধি:: দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু যে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন তা আজ পূর্ণাঙ্গ সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। তাঁর দূরদর্শী নেতৃত্বের কারণেই কৃষি যান্ত্রিককরণ হয়েছে। কৃষিতে বাংলাদেশ স্বনির্ভরতা অর্জন করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লড়াই অব্যাহত রাখে। আর অন্যান্যরা ক্ষমতায় এলে তারা স্বয়ংসম্পূর্ণতার পরিবর্তে ভিক্ষাবৃত্তিতে মনোনিবেশ করে। তারা মনে করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে ভিক্ষা পাওয়া যাবে না। জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভিক্ষুকের জাতিতে রূপান্তরিত করতে চান না।
মঙ্গলবার (২৫ মে) দুপুরে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২০২১ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বাস্তবায়িত ৫০ একর জমিতে সমলয় চাষাবাদ ব্লকের হাইব্রিড জাতের বোরো ধান কম্বাইন হারভেস্টার যন্ত্র দ্বারা কর্তন কার্যক্রমের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রদীপ কুমার গুহ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আসলাম উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনোরঞ্জন অধিকারী’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার আবু রেজা মো. আসাদুজ্জামান।
এসময় বীরগঞ্জ ভাটা সমিতির সভাপতি ইয়াকুব আলী বাবুল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, ইউপি চেয়ারম্যান মহেষ চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামে জমিতে নেমে নিজে ধান কেটে ও কম্বাইন হারভেস্টার যন্ত্র দ্বারা ৫০ একর জমির ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এর আগে উপজেলা চত্বরে ৫০ শতাংশ ভূর্তকি দিয়ে তিনটি কম্বাইন হারভেস্টার মেশিন ৩ জনের হাতে হস্তান্তর করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। যার একটির মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ অন্যান্য অতিথিবৃন্দ।