শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
বান্দরবান প্রতিনিধি:: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট ১কোটি ৯০লাখ টাকার তিনটি প্রকল্প শুভ উদ্ধোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট এর প্রধান আবুবিন মোহাম্মদ ইয়াসিন আরাফাত, পুলিশ সুপার মো: জাকির হোসেন মজুম্মদার,অতিরিক্ত জেলা প্রশাসক সফিয়ুল ইসলাম প্রমুখ।
আজ বুধবার ২রা মে সকাল সাড়ে ১০ ঘটিকার সময় পৃথক ভাবে তিনটি প্রকল্প উদ্ধোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। যৌথ খামার বৌদ্ধ বিহার ৬০ লাখ, বান্দরবান ঈদ গাঁ মাঠের চতুরপাশের্^ আর,সি,সি ড্রেইন ৭০ লাখ এবং বালাঘাটা এলাকা ব্রীজ নির্মাণে ৬০ লাখ মোট প্রকল্প ব্যয় ১কোটি ৯০ লাখ টাকা।
যৌথ খামার বৌদ্ধ বিহার উদ্ধোধন কালে প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পর্যট নগরী হিসেবে বৌদ্ধ ক্যাং (বিহার) নতুন ডিজাইন এর মাধ্যমে নির্মাণ করা হয়েছে। যৌথ খামার পাড়া দিয়ে নীলাচল যাওয়ার সময় সুন্দর একটি ক্যাং (বিহার) চোখে পড়লে পর্যটকদের আরো ভালো লাগবে। ক্যাং পরির্দশনের জন্য পযর্টকরা সমাবেত হবেন।
কষ্ট হলেও বলতে হয় পূর্বে যৌথ খামার ৪০ থেকে ৫০ পরিবার বসবাস করত। বর্তমানে কমতে কমতে ১০-১৫টি পরিবার রয়েছে। এভাবে কমতে থাকলে পাড়ার অস্তিত্ত থাকবে না। তাই ক্যাং (বিহার) নির্মাণ করার ফলে পাড়া এবং পরিবারগুলো টিকে থাকে সেই আশা করেন বীর বাহাদুর উশৈসিং এমপি।