শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি:: পবিত্র মাহে রমজান ও করোনা মহামারির সংক্রমণ রোধে লকডাউনে কর্মহীন হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী ও মাক্স বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা। গত ১৩ এপ্রিল সকাল ১১টা হতে বান্দরবান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন পিসিএনপি বান্দরবান জেলার নেতৃবৃন্দ।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা-১ কেজি, চিনি-১ কেজি, সেমাই-২ পেকেট, দুধ-২৫০ গ্রাম, মুড়ি-১ কেজি, খেজুর-৫০০ গ্রাম, সয়াবিন তৈল-১ কেজি সহ অত্যাবশ্যকীয় মাস্ক। বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫১০ পরিবারের হাতে এই ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার সভাপতি জনাব কাজী মোঃ মজিবর রহমান, সহ-সভাপতি সম্মানিত ক্যাপ্টেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ তারুমিয়া, সহ-সভাপতি মোঃ আবদুস শুক্কুর, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন, জেলা অর্থ সম্পাদক মোঃ মনির কোং, জেলা আইন বিষয়ক সম্পাদক এড মোঃ জিয়া, মোঃ নিজাম, উপজেলা সভাপতি জনাব মোঃ আইয়ুব আলী, পৌর সাধারণ প্রমুখ।
এসময় কাজী মোঃ মজিবর রহমান বলেন করোনাকালীন সময়ে লকডাউন ও পবিত্র রমজান মাসকে সামনে রেখে আমরা প্রথম ধাপে বান্দরবান পৌরসভার হতদরিদ্র পরিবারের (৫১০ পরিবার) কাছে ইফতার সামগ্রী পৌছেয়েছি। আমাদের কাছে কোন ফান্ড না থাকার কারণে ব্যাক্তিগতভাবে নেতাকর্মীদের অর্থয়নে আমরা এই ত্রাণ সামগ্রী বিতরণ করি।
তিনি আরো বলেন, করোনা মহামারিতে সবাই যেন শতভাগ সরকারি আদেশ মেনে চলে এবং মাক্স ব্যাবহার করে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জনগণের পাশে অতীতেও ছিল, আছে এবং ভবিষ্যতে ও থাকবে।