শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা, ঝলমলে রোদে কিছুটা স্বস্তি

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা, ঝলমলে রোদে কিছুটা স্বস্তি

পঞ্চগড় প্রতিনিধি:: সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে টানা কয়েক দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। তবে কয়েক দিন থেকে সর্বনিম্ন তাপমাত্রা থাকলেও কুয়াশা না থাকায় এবং ঝলমলে রোদের দেখা মেলায় কর্মজীবী মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

রোববার (৫ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র থেকে সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল শনিবার ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

আজ সকালে জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে দেখা যায়, হালকা কুয়াশা থাকলেও ভোরেই আকাশে উঁকি দিয়েছে সূর্য। কিছুক্ষণ পর ঝলমলে রোদ দেখা দিলেও সবুজ ঘাসের ডগায় টলমল করতে দেখা যায় শুভ্র শিশির। সেই শিশির মাড়িয়ে কাজে যেতে দেখা যায় কৃষক ও শ্রমিকদের। নরম রোদের উষ্ণতায় মাঠে মাঠে তারা ব্যস্ত হয়ে পড়েন শীতের শাক-সবজি পরিচর্যাসহ নানা কাজে।

স্থানীয় রহিম উদ্দীন নামে এক ব্যক্তি বলেন, কয়েক দিন ধরে কুয়াশা কম দেখা যাচ্ছে, এর মধ্যে সকালে রোদ ওঠায় দিনে বেশি শীত টের পাওয়া যায় না। কিন্তু সন্ধ্যা হলেই শীতে থাকা যায় না। গরম কাপড়-চোপড় পড়ে থাকতে হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, এ জেলার ওপর দিয়ে পাহাড়ি হিম বাতাস বহমান রয়েছে। এর কারণে কুয়াশা কম থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের অনুভূতি একটু বেশি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com