বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
মোঃ এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি:: পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মহিষবাথান এলাকার নিজ বাড়ি থেকে বিস্ফোরক দ্রব্য আইনে পিতা ও পুত্রকে আটক করেছে বোদা থানা পুলিশ।
রবিবার (৪ মে) রাতে তাদেরকে আটক করে আইনি প্রক্রিয়া শেষে জেলা হাজতে প্রেরণ করা হয়।
আটক পিতা ময়ুর রহমান (৬৩) উপজেলার বড়শশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পুত্র সোহেল রানা সোহাগ (২২) বাংলাদেশ ছাত্রলীগ বড়শশী ইউনিয়নের সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ নভেম্বর উপজেলার বেংহাড়ী ইউনিয়নের এক জনসভায় বোমা বিস্ফোরনের ঘটনায় যুবদল কর্মী সোহাগ বাদী হয়ে বোদা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। দায়ের করা মামলা নং- ০৪। সেই মামলায় নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
বোদা থানার অফিসার ইনচার্জ(ওসি) আজিম উদ্দিন পিতা ও পুত্রকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।