শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়ায় মাকে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে খোকন মিয়াকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০৮ নভেম্বর) দুপুরে উপজেলার বালিয়াটি ইউনিয়নের বালিয়াটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
খোকন মিয়া সাটুরিয়ার বালিয়াটি এলাকার মৃত মঙ্গল মাঝির ছেলে। তিনি পেশায় একজন কসাই।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মা ফিরোজা বেগমের কাছে মাঝেমধ্যেই নেশা করার জন্য টাকা চাইত ছেলে খোকন মিয়া। টাকা না দিলেই মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। অনেক সময় নেশার টাকা না পেয়ে খোকন তার মায়ের বসতঘর পুড়িয়ে দেওয়া হুমকি দিত। সোমবার নেশা করার জন্য মায়ের কাছে টাকা চায় খোকন।
কিন্তু মা টাকা দিতে রাজি না হওয়ায় তিনি মাকে মারধর করেন এবং হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরেন। এ সময় মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় ফিরোজা বেগমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে সাটুরিয়া থানায় নিয়ে যায়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলাম জানান, ভুক্তভোগী ফিরোজা বেগম ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পর ছেলেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।