শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন

নেটফ্লিক্সেও শাহরুখের ‘জওয়ান’ রেকর্ড গড়ল 

বিনোদন ডেস্ক, একুশের কন্ঠ অনলাইন:: গত সেপ্টেম্বর মাসে সিনেমা হলে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’। তারপর থেকেই একটার পর একটা রেকর্ড ভেঙেছে এবং গড়েছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে সব থেকে বেশি আয় করা হিন্দি সিনেমার তকমা অর্জন করেছে ‘জওয়ান’।

এবার অ্যাটলি পরিচালিত এই সিনেমার মুকুটে নতুন পালক লাগল। নেটফ্লিক্সে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এটি। সেখানেও সব থেকে বেশি বার দেখা সিনেমার খেতাব পেল ‘জওয়ান’। গত ২ নভেম্বর কিং খানের জন্মদিনের দিনই এটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।

‘জওয়ান’ সিনেমাটি মোট তিনটি ভাষায় মুক্তি পেয়েছিল। হিন্দি, তামিল এবং তেলুগুতে। বর্তমানে সবকয়টা ভাষা মিলিয়ে এটি নেটফ্লিক্সে সব থেকে বেশি বার দেখা সিনেমার খেতাব জিতেছে, তাও সেখানে মুক্তির দুই সপ্তাহের মধ্যেই।

এই সাফল্যের পর কিং খান জানিয়েছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি ‘জওয়ান’ বর্তমানে নেটফ্লিক্সে ভারতের সব থেকে বেশি বার দেখা সিনেমা। ভক্তদের ভালোবাসার কথা মাথায় রেখেই আমরা এখানে সিনেমাটির এক্সটেন্ডেড ভার্সন মুক্তি দিয়েছিলাম। দারুণ সাড়া পেয়েছি আমরা দর্শকদের থেকে। ‘জওয়ান’ কেবল একটি সিনেমা নয়, এটা গল্প বলা আর প্যাশনের উদযাপন। এমনকি আমাদের বর্ণময় সিনেমা জগতের উদযাপন। নেটফ্লিক্সে এই সিনেমা সাফল্য পাওয়ায় আমি দারুণ গর্বিত।’

শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের প্রযোজনায় মুক্তি পেয়েছিল ‘জওয়ান’। গত ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় আসে সিনেমাটি। এখানে শাহরুখ ছাড়াও আছেন নয়নতারা, বিজয় সেতুপতি। এছাড়া দীপিকা পাড়ুকোনকে ক্যামিও চরিত্রে দেখা যায়।

শাহরুখ খানকে আগামীতে ‘ডাঙ্কি’ সিনেমায় দেখা যাবে। যেটি মুক্তি পাবে ২১ ডিসেম্বর। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটিতে কিং খানের বিপরীতে আছেন তাপসী পান্নু। এছাড়া সুজয় ঘোষের নতুন অ্যাকশন সিনেমায় মেয়ে সুহানার সঙ্গেও থাকবেন শাহরুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com