শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

নিজের স্ত্রীকেই আবার বিয়ে করলেন রণিত

বিনোদন ডেস্ক, একুশের কন্ঠ : বিবাহীত স্ত্রীকেই আবার বিয়ে করলেন ভারতের সিনেমা ও ছোটপর্দার তারকা রণিত রায়। ২০ তম বিবাহবার্ষিকীকে আরও বিশেষ করে অনুস্মরণীয় করে রাখার জন্য স্ত্রী নীলমকে আবার বিয়ে করলেন অভিনেতা। বিয়ের আসর বসেছিল গোয়ার একটি মন্দিরে। দ্বিতীয়বার বিয়ে সেরে রণিত রায় নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই ছবি।

ক্যাপশনে লিখেছেন, আমাকে বিয়ে করবে? আবারও? অভিনেতাকে একাধিক ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাদেরকে বিয়ের নিয়ম কানুন পালন করতে দেখা গেছে। সাত পাকে ঘুরতে দেখা যায় তাদের। এমনকি শুভদৃষ্টি করতেও দেখা গেছে। রণিত রায় একটি সাদা শেরওয়ানি এবং লাল ওড়না পরেছিলেন। অন্যদিকে তার স্ত্রী পরেছিলেন লাল রঙের একটি লেহেঙ্গা।

রণিতের এই পোস্ট দেখে ভক্তরা শুভকামনা জানিয়েছেন। অনেকেই তাদের মিষ্টি ভালোবাসার প্রশংসা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com