শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন

নানা আয়োজনে বান্দরবান পার্বত্য জেলায় বর্ষবরণের অনুষ্ঠান পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।

বান্দরবান প্রতিনিধি:

এ উপলক্ষে শনিবার সকালে জেলা সদরের রাজার মাঠ থেকে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে বাঙালী ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের নারী পুরুষ ঐতিহ্যবাহী নানা সাজে সেজে শোভাযাত্রায় অংশ নেয়।

শোভা যাত্রায় ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বিভিন্ন বয়সের নারী-পুরুষও তাদের বাহারি পোষাক পরে নানা সাজে অংশ গ্রহণ করেছে অনুষ্ঠানগুলোতে। নানা বাদ্য বাজনা নিয়ে নেচে গেয়ে শোভাযাত্রায় অংশ নেয় তারা।

এসময় পাহাড়ি বাঙালির সম্মিলিত অংশ গ্রহণে বর্ণিল হয়ে উঠে রাজার মাঠ এলাকা। সাম্প্রদায়িক সম্প্রতির মিলনমেলায় পরিণত হয় চারপাশ। এদিকে সকালে বেলুন উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।

এসময় তার সাথে জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে রাজার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা ইলিশের আয়োজন, বৈশাখী কৃষি মেলা, বলি খেলাসহ নানা আয়োজন করা হয়। মেলায় পরিণত হয়ে উঠে গোটা শহর।

এর আগে সকালে বেলুন উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। এসময় তার সাথে জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে রাজার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা ইলিশ অনুষ্ঠানগুলোতে সাধারন মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে বেড়াতে আসা পর্যটকদেরও ঢল নামে।

অপরদিকে আজ থেকে শুরু হয়েছে ত্রিপুরা সম্প্রদায়ের বর্ষবরণ বৈসুক। তাদের শোভাযাত্রা পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় অংশ নিলে আনন্দমুখর হয়ে উঠে পুরো শহর। পাহাড়ি বাঙালি সবাই এক সাথে আনন্দঘন পরিবেশে বর্ষবরণ পালন করছে বান্দরবানে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com