বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি ।।
বহু আলোচিত ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের বান্দুরা নয়নশ্রী বিকল্প ব্রীজের কাজ চালু হয়েছে। গত ২৩ অক্টোবর ২০২৩ ইংরেজী সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান ফজলুর রহমান দোহার নবাবগঞ্জ উপজেলার নেতাকর্মী চেয়ারম্যানগনদের সাথে নিয়ে ব্রিজের ফলক উন্মোচন করেন।
তারপর কিছু দিন বিরতি থাকার পর নিয়মিত কার্যক্রম শুরু করেন ঠিকাদার প্রতিষ্ঠান NDE (National Development Engineer)। আগামী ২২/১০/২০২৫ ইংরেজিতে প্রকল্পের কাজ সম্পূর্ণ করা হবে বলে জানান প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত নবাবগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী জনাব মো: শামীম হোসেন। তিনি একুশের কন্ঠ পত্রিকার প্রতিনিধিকে আরো জানান প্রকল্প শেষ হওয়ার তারিখ ২২/১০/২০২৫ ইং কিন্তু তার আগেই কাজ শেষ হয়ে যাবে বলে তিনি আশাবাদী।
তিনি জানান প্রকল্পের কাজ এখন পর্যন্ত ২৫% শেষ হয়েছে। স্থানীয় সরকার এর আওতায় (DDRWSP) Widening and Strengthening of Important Upazila and Union Road under Dhaka Division Project). এর আওতায় বান্দুরা নয়ন শ্রী ব্রীজের (প্রকল্পের) কাজ চলমান রয়েছে।
এ প্রর্যন্ত ১৮ টি পিলার পাইলিং এর সম্পূর্ণ করা হযেছে। প্রকল্পের চুক্তির কাজ বাস্তবায়ন করছে দেশের স্বনামধন্য কোম্পানী NDE (National Development Engineer)। প্রকল্পের চুক্তির মুল্য ধরা হয়েছে ৫৪,০০০০০০০.০০ চুয়ান্ন কোটি টাকা।
বান্দুরা ব্রীজের প্রকল্পটির কাজ শেষ হলে, বান্দুরা,নয়নশ্রী, বারুয়াখলী, শিকারীপাড়া, ও জয় কৃষ্ণপুর ইউনিয়নের জনগনের জীবন মানে আসবে আমুল পরিবর্তন। এছাড়াও মানিকগঞ্জের সাথে দুইটি উপজেলা সিঙ্গাইর ও হরিরামপুর হয়ে যোগাোযোগ ব্যবস্থা হবে উন্নত। যাতায়াতে জনগণ পাবে যানযট মুক্ত রাস্তা। বান্দুরা পুরাতন ব্রীজ নিয়ে শামীম সাহেব কে প্রশ্ন করা হলে তিনি বলেন ঐসময়ের প্রেক্ষাপটে পুরাতন ব্রীজ টি করা হয়েছিল।
তবে নতুন ব্রীজ হওয়ার পর পুরাতন ব্রীজটি সাবসিডিয়রী হিসেবে জনগন ব্যবহার করতে পারবে।