শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

নতুন সিনেমা নিয়ে দীঘি

বিনোদন রিপোর্ট, একুশের কন্ঠ : শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করা এই অভিনেত্রী এরইমধ্যে নায়িকা তকমা নামের সঙ্গে যুক্ত করেছেন।মাসখানেক আগেই ব্যক্তিজীবন নিয়ে শিরোনামে আসেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। চেষ্টা করছেন নিজেকে প্রমাণ করার। সেই ধারাবাহিকতায় এবার নতুন একটি সিনেমায় এলেন তিনি।

‘প্রিয় প্রাক্তন’ শিরোনামের একটি সিনেমায় দেখা যাবে তাকে। এতে তার রিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ। সিনেমাটি পরিচালনা করেছেন ইফতেখার মাহমুদ ওসিন।

জানা গেছে, তিনটি গল্পে তিন নির্মাতা নিয়ে আসছে অ্যান্থলজি ফিল্ম ‘জীবন জুয়া’। যার একটি ‘প্রিয় প্রাক্তন’। এক দম্পত্তি, ভালোবাসা, খুনসুটি, সংসার, অতঃপর একদিন ফিরে পাওয়া অতীত-এই নিয়ে জীবন জুয়ার শেষ গল্প ‘প্রিয় প্রাক্তন’।

অ্যান্থলজি ফিল্ম ‘জীবন জুয়া’র অন্য একটি গল্পের নাম ‘খোয়াব। আশুতোষ সুজনের পরিচালনায় যেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। রুপালি পর্দায় প্রথম দেখা যাবে এ জুটিকে। এতে সিনেমার নায়িকার চরিত্রে দেখা যাবে ববিকে। আদর আজাদ অভিনয় করেন নায়িকার মেকআপম্যানের সহকারীর চরিত্রে। গল্পে একজন নায়িকার জীবন সংগ্রাম এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নানা প্রতিবন্ধকতা ছাপিয়ে টিকে থাকার গল্প ‘খোয়াব’।

এছাড়াও আশুতোষ সুজন পরিচালিত ‘ফিল্ম কানন’ সিনেমাটির মূল চরিত্রে আছেন ফজলুর রাহমান বাবু ও সামিয়া অথৈ। এটি একজন সিনেমা পাগলের গল্প। যার একমাত্র স্বপ্ন সিনেমার নায়ক হবে। স্বপ্নে বজলু পাড়ি জমায় ঢাকায়। স্বপ্নে বিভোর বজলুর দিন কাটে এফডিসির গেটে একটি সুযোগের আশায়। এই প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প থেকে তৈরি ‘ফিল্ম কানন’।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com