বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

ধর্মঘটের কারণে বান্দরবানে আটকা পড়েছেন পর্যটকরা

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥ সড়ক পরিবহন আইন ২০১৮ এর কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে সারাদেশে ৪৮ ঘণ্টার ধর্মঘট চলছে। এরই অংশ হিসেবে বান্দরবানে সব ধরনের যানবাহান চলাচল বন্ধ রয়েছে। ফলে পর্যটকরা আটকা পড়েছেন সেখানে।

ধর্মঘটের কারণে রবিবারের মতো সোমবারও সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া সকাল থেকে বৃষ্টিও হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছে বাসস্টেশনে অপেক্ষারত দূর পাল্লার সাধারণ যাত্রীরা। ধর্মঘটের জন্য কোনও পর্যটকযেমন বান্দরবানে আসতে পারেছেন না, তেমনি এখান থেকে যেতেও পারছেন না। ফলে বুকিং থাকা সত্ত্বেও হোটেলগুলোও খালি পড়ে আছে। শহরের ভেতরে রিকশা, অটোরিকশা চলাচল করছে। এছাড়া অফিস আদালতের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। তবে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com