শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

দেশের সীমানায় কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম বরদাস্ত করবো না: পুলিশ মহাপরিদর্শক

বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি::

বাংলাদেশে সীমানায় কোথাও কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম বা কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কার্যক্রম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে গর্ণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে ৪ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ছয় তলা বিশিষ্ট পুলিশ অফিসার্স মেস উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বেনজির আহমেদ আরও বলেন, ‘দেশের সকল মানুষের নিরাপত্তা, শান্তি ও শৃংখলা রক্ষা করতে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে।’ পরে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ ফিতা কেটে নবনির্মিত পুলিশ অফিসার্স মেস উদ্বোধন করেন এবং ভবন পরিদর্শন করেন।

এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন, বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার, বান্দরবান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার জহির উদ্দিন আহমেদসহ পুলিশর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com