মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী দুই সুপারস্টার জিৎ আর দেবকে নিয়ে নতুন সিনেমার পরিকল্পনা নিয়েছেন । শোনা যাচ্ছে, দুই স্টারের সঙ্গে কিছু মিটিংও করে ফেলেছেন তিনি । যদিও এই নিয়ে কোনো তথ্য প্রকাশ করেননি রাজ ।
এর আগে জিতের সঙ্গে কাজের ব্যাপারে দেব জানিয়েছিলেন, ‘এটা সম্পূর্ণ নির্ভর করছে কে কী বিষয়ে প্রস্তাব আনবে । আমি আগেও জিৎদার কাছে গিয়েছি প্রস্তাব নিয়ে, কিন্তু কাজ করা হয়নি । আমি তো অনেক নায়কের সঙ্গেই কাজ করেছি । জিৎদার সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আছে। কিন্তু একজন সুপারস্টারকে ছবিতে নেওয়ার অর্থ তার চরিত্রকে জাস্টিফাই করতে হবে । যেমনটা প্রজাপতিতে মিঠুনদাকে করা হয়েছিল ।’
অন্যদিকে ‘ব্যুমেরাং’ ছবির মুক্তির আগে জিতের জবাব ছিল, ‘আমার আর দেবের মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই’ । তা হলে রাজ চক্রবর্তীর হাত ধরেই এই দুই তারকাকে পর্দায় দেখা যাবে । এমনটাই আশা ভক্তদের ।