মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::
শনিবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছাত্রাবাসটির আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
পরে মন্ত্রী ক্যান্ট. পাবলিক এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এছাড়াও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়া ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান ক্যান্ট. পাবলিক এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. রেজাউল ইসলাম, সদর জোন কমান্ডার আবদুল্লা আল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের ইউনিটের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষি পদ দাশ’সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এদিকে ক্যান্ট. পাবলিক স্কুল ও কলেজ মাঠে “মৈত্রীর বন্ধনে ক্রীড়া” স্লোগানে আয়োজিত বার্ষিকী ক্রীড়া প্রতিযোগীতায় শহীদুল্লাহ হাউজ, বরকত হাউজ, নজরুল হাউজ’সহ ৮টি দলে বিভক্ত হয়ে কুচকাওয়াজে অংশ নেয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও দৌড়, যেমন খুশী তেমন সাজো, আত্মরক্ষায় কারাতে’সহ বিভিন্ন ধরণের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে দিতে কাজ করছে সরকার। পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার উন্নয়নে অত্যন্ত আন্তরিক সরকার। দুর্গমাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক ছাত্রাবাস তৈরি করা হচ্ছে। যাতে করে শিক্ষার্থীরা ছাত্রাবাসে থেকে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে।’ তিনি আরো বলেন, ‘শিক্ষার বিকল্প কিছু নেই। নিজের প্রয়োজনেই সকলকে সুশিক্ষায় শিক্ষিত হওয়া দরকার। কারণ শিক্ষিত জাতি সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।’