বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

দীর্ঘ বিরতির পর কুসুম শিকদার

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ বিরতি কাটিয়ে নিজের পরিচালিত সিনেমা দিয়ে ফিরছেন অভিনেত্রী কুসুম শিকদার । এখন সেই অপেক্ষায় আছেন তিনি । তার পরিচালিত সিনেমাটির নাম ‘শরতের জবা’। একজন নারী হিসেবে সিনেমাটির শূটিং থেকে পরিচালনা, পোস্টের কাজ- এই পুরো সময়ে পরিবার থেকে সহায়তা পেয়েছেন । কুসুম বলেন, ‘আমি সব সময় পরিবার ঘেঁষা । এই যে প্রথমবার পরিচালক হিসেবে সিনেমার কাজ শেষ করেছি, বিশাল এক জার্নির মধ্য দিয়ে গেলাম । সেখানে সব সময় পরিবার আমাকে সহায়তা করেছে । সবার সহযোগিতা না পেলে কাজ করাই কঠিন হয়ে যেত ।

এখন এটা তো বলে বেড়ানোর কিছু নেই । যে কারণে আমি সব সময় চুপ থাকতে পছন্দ করি । ভালো কাজ যখন করব, তখন দর্শকরা এমনিতেই জানবেন ।’ এরই মধ্যে তিনি ‘শরতের জবা’ সিনেমার শূটিং শেষ করেছেন । শূটিং শেষে সিনেমাটি সম্প্রতি ছাড়পত্রও পেয়েছে । এখন চলছে সিনেমাটির মুক্তির প্রস্তুতি । এ প্রসঙ্গে কুসুম বলেন, ‘সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাসে আমার সিনেমাটি রিলিজ করতে চাই । এখনও প্রতিনিয়ত সিনেমাটি নিয়েই কাজ করে যেতে হচ্ছে । সিনেমা হলের জন্য আলাদা করে প্রস্তুত করছি । সেটার জন্য সাউন্ড ঠিক করতে অনেক সময় লেগেছে ।

অভিনেত্রী হিসেবে এসব অভিজ্ঞতা নতুন এবং পরিচালক হিসেবে কাজটি চ্যালেঞ্জিং ।’ সিনেমায় কুসুমের বিপরীতে দেখা যাবে ইয়াশ রোহানকে । আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, জিতু আহসান, বড়দা মিঠু, অশোক ব্যাপারী প্রমুখ । ২০১০ সালে চলচ্চিত্রে অভিষিক্ত হন ‘গহীনে শব্দ’ সিনেমার মাধ্যমে কুসুম । ২০১৫ সালে তাকে সর্বশেষ দেখা গেছে পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ সিনেমায় । এই সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন তিনি ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com