বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস

দিনাজপুর প্রতিনিধি:: দিনাজপুরে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো তেঁতুলিয়ায়। সেখানে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।

তিনি জানান, আজ সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিলো ৯২ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৬ কিলোমিটার ছিলো। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকাল থেকেই সূর্যের আলো থাকায় শীতের অনুভূতি কিছুটা কমে গেছে। তবে সন্ধ‌্যার পর থেকে স্বাভাবিক শীত অনুভূত হচ্ছে গত কয়েকদিন ধরেই।

এছাড়াও রাজারহাটে ১১.০, রংপুরে ১২.৩, ডিমলায় ১১.৪, রাজশাহীতে ১৫.০, শ্রীমঙ্গলে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com