মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

দন্ডিত অপরাধীদের প্রবেশন: প্রায়োগিক সমস্যা এবং সম্ভাবনা বিষয়ক সেমিনার

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::

বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ের আয়োজনে “দন্ডিত অপরাধীদের প্রবেশন: প্রায়োগিক সমস্যা এবং সম্ভাবনা” বিষয়ক সেমিনার শনিবার সকালে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাকির হোসেন খান। প্রবন্ধ উপস্থাপক হিসেবে প্রজেক্টর এর মাধ্যমে প্রবন্ধ উপস্থাপন করেন বান্দরবানের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার রতন কুমার অধিকারী, বিজিবি প্রতিনিধি ক্যাপ্টেন মো: ফারুক, সিভিল সার্জন এর প্রতিনিধি ডা: মো: মাজেদুর রহমান, বান্দরবান জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম, বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাস, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মহুরী, উপজেলা সমাজ সেবা অফিসার রাসেল আহাম্মেদ, সদর থানার ওসি মো: শহিদুল ইসলাম চৌধুরী সহ সাত উপজেলা থানার ওসি গণ, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, কোন ব্যাক্তি প্রথম বারের মত কোন অপরাধ করলে আদালত চাইলে প্রবেশন অফিসার এর মতামত এর ভিত্তিতে ঐ ব্যাক্তিকে প্রবেশন আদেশ প্রদান করতে পারবে। কারণ কোন ব্যাক্তি প্রথম বার অপরাধ করলে উনাকে জেল হাজতে প্রেরণ অন্যান্য আসামীগণ এর সাথে মিশে আরো বড় ধরনের অপরাধী হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারনে প্রথম বারের মত অপরাধী ব্যাক্তিকে প্রবেশন এর আদেশ দিলে সে সমাজ থেকে সংশোন হওয়ার সম্ভাবনা রয়েছে, এই প্রবেশন আইনটি বিশ্বের অন্যান্য দেশে প্রয়োগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com