শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কের অবৈধ স্থাপনা ও ফুটপাত উচ্ছেদ

নিলয় আহমেদ রাফি, রূপগঞ্জ প্রতিনিধি:: রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়ক অবৈধভাবে দখল করা স্থাপনা ও ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টা থেকে বিকাল পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

আগামীকাল ১ আগস্ট থেকে এক মাস পর্যন্ত একজন ম্যাজিস্ট্রেট ও পঞ্চাশ জনের টিম এখানে কাজ করবে। এখন থেকে আর মহাসড়ক দখল করে ফুটপাত ও স্থাপনা করার সুযোগ দেওয়া হবে না।

এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম।

অভিযানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম, ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান, হাইওয়ে পুলিশ ক্যাম্পের পুলিশ ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির মিয়া।

ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন, ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে অবৈধভাবে দোকানপাট বসিয়ে যানজটসহ জনদুর্ভোগের সৃষ্টি করা হয়েছে। ১ দিন আগে আমাদের পক্ষ থেকে সতর্কতামূলকভাবে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে মাইকিং করা হয়েছিল। ওই দিন ফুটপাতে অবৈধভাবে দখলে থাকা সব স্থাপনা বোল্ডরেজার দিয়ে উচ্ছেদ করা হবে বলে ঘোষণা দিয়েছিলাম। পূর্বের সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বিকাল পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এবং গোলাকান্দাল এলাকায় অবৈধভাবে বসানো সহস্রাধিক ফুটপাত ও স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদের ফলে এখন থেকে যানজটমুক্ত চলাচল করবে যানবাহন, শিক্ষার্থ, সাধারণ ও পথচারীরা। আগামীকাল থেকে এক মাস পর্যন্ত এখানে একজন ম্যাজিস্ট্রেট ও পঞ্চাশ জনের টিম কাজ করবে। এখন থেকে আর মহাসড়ক দখল করে ফুটপাত ও স্থাপনা করার সুযোগ দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com