বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন

ডাসারে ভুমিদস্যুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মাদারীপুর প্রতিনিধি ॥
মাদারীপুরের ডাসারে ভুমিদস্যুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৭ জুন) শুক্রবার বিকেলে গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে গোপালপুর ইউনিয়নের ধজী গ্রামের ধজী হামিদিয়া ফাজিল মাদরাসা মাঠে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রায় ১’হাজার মানুষ অংশ গ্রহন করেন।

প্রতিবাদ সভায় ধজী গ্রামের বাসিন্দা শাহআলম মাতুব্বর দুঃখ ও ক্ষোভ নিয়ে বলেন, আমার আপন ভাতিজা মাছুম বিল্লাহ দীর্ঘ বছর ধরে আমার জমিজমা দখল করে আছে। আমি আমার জমির কাছে গেলে আমাকে মারধোর করে। আমি নামাজ পড়তে মসজিদে গেলে মারধোর করে। অমি বয়স্ক মানুষ আমার সাথে এমন ব্যাবহার করছে আমি এর বিচার চাই। মাছুমের অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বললেই প্রথমে বাড়ি ঘরে হামলা দেয়, নিরীহদের মামলা দিয়ে হয়রানী করে। এমনকী আমাদের পরিবারের লোকজনের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করে।

ভুমিদস্যুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাদারীপুর জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মীর মামুনুর রশিদ, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো.হারুন অর রশিদ মাতুব্বর, গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মীর নাসির উদ্দিন, আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক বাদশা সরদার, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেলোয়ার সরদার, যুগ্ন-সাধারন সম্পাদক খোকন মাতুব্বর, গোপালপুর ইউপি সদস্য রেজাউল খন্দকারসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com