মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
মো. নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি ।।
ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ঘড়োয়া গ্রামের ঝুকিঁপুর্ণ ব্রিজের উপর দিয়ে চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
মানুষ ভাঙ্গা ব্রিজের উপর রডের খাছা বিছিয়ে তার উপর দিয়ে যাতায়াত করছে পথোচারীরা। এ বিষয়টি বার বার তাগিদ দিয়েও সুফল পাচ্ছে না এলাকাবাসী।
স্থানীয়রা জানান, দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর যাবত ব্রিজটি অকার্যকর হয়ে পড়ে আছে। এই ব্রিজটি দিয়ে স্কুল কলেজের ছাত্র ছাত্রী, সাধারণ মানুষ যাতায়াত করেন।
স্থানীয় নূর মোহাম্মদ বলেন, দৈনিক এক থেকে দুই হাজার মানুষ এ ব্রীজের উপর দিয়ে যাতায়াত করে। মাঝে মধ্যে ভ্যান, অটো গাড়ী পার হতে গিয়ে উল্টে নিচে পড়ে যায়।
উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল বলেন, এ ব্রীজটি নতুন ভাবে তৈরীর জন্য জেলায় স্কিম পাঠানো হয়েছে, পাস হয়ে আসলে এই ব্রিজটি নির্মাণ কাজ করা হবে।